Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে সড়ক দূর্ঘটনায় চালক নিহত, আহত ১ যাত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৩৬ পিএম

সিলেটের জকিগঞ্জ সড়কে অটোরিকশা ও মিনিবাসের (লাইটেস) মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অটোচালক ও আহত হয়েছেন এক যাত্রী। নিহত মো. সুমন আহমদ (২৫) অটোচালক। সুমন স্থানীয় গোলাপগঞ্জ উপজেলার বাঘা এখলাস নগরের আমির উদ্দিনের পুত্র। ।
এ দুর্ঘটনায় আহত যাত্রী একই উপজেলার রণকেলী গ্রামের জাবেদ আহমদ (২৬)কে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে। তার পিতার নাম ফারুক আহমদ। সোমবার বিকেল ৪টার দিকে চৌমুহনী সংলগ্ন নূরজাহান পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবেদ আহমদ নম্বরবিহীন একটি অনটেস্ট সিএনজি অটোরিকশা নিয়ে বিয়ানীবাজার যাচ্ছিলেন। পাম্পের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মিনিবাসের (সিলেট চ ১১-০৪৮৩) সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সুমন নিহত হন। গুরুতর অবস্থায় জাবেদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ