বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনায় প্রশাসন কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট কমিটির আজ তদন্তে যাওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। এর কারণ সম্পর্কে জানতে চাইলে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলম জানান, ৭ সদস্য বিশিষ্ট কমিটির দুজন শহরের বাহিরে থাকার কারণে তা স্থগিত হয়ে যায়। আগামী সোমবার সকালে আমাদের তদন্ত কার্যক্রম আবার শুরু হবে বলে আশা করি। অপর দিকে, বিজিবির মহাপরিচালক কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্তের অগ্রসরতা সম্পর্কে জানতে চাইলে সিও লে. কর্ণেল তুহিন মোঃ মাসুদ বলেন তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না। হরিপুর এলাকায় এখনো অজানা ভীতি কাজ করছে সকলে চায় এর একটা সুষ্ঠ সমাধান। এই ঘটনায় নিহত জয়নুলের পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক নিকট আত্মীয়র সাথে কথা বললে জানা যায় যে, তার পরিবার প্রায় বাকরুদ্ধ সন্তান হারানোর যন্ত্রনা সহ্য হয় না তবুুও তারাও চাইছে একটি সুষ্ঠ তদন্ত তিনি বলেন “হামরা হামার ছাওয়াল হারাইছি তাক তো আর পামনি কিন্তু এর সঠিক বিচার হামরা সরকারেরঠে চাহি”।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।