Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে পটুয়াখালীর মির্জাগঞ্জের নিহত ২জনের নামাজে জানাযা শেষে নিজ বাড়ীতে দাফন সম্পন্ন।

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১৪ পিএম

পুরান ঢাকার চকবাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের তিন জনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বৃহস্পতিবার রাত পর্যন্ত কাঠালতলী ইউনিয়নে ২ জন নিহত ও ১ জন আহত হওয়ার ঘটনা জানা গেছে। নিহতরা হলেন মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী ইউনিয়নের রামপুর গ্রামের কাজী মোঃ আবদুল মতলেবের পুত্র কাজী এনামুল হক অভি ও সন্তোষপুর গ্রামের মোঃ মোসলেম হাওলাদারের পুত্র মোঃ মজিবুর হাওলাদার নিহত হয়। মজিবুর চকবাজারে দীর্ঘদিন যাবৎ একটি প্লাষ্টিক কারখানায় কাজ করতো।
এদিকে রামপুর গ্রামের খলিল সিকদারের পুত্র মোঃ হেলাল সিকদার গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত এনামুলের চাচাতো ভাই সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যিালয়ের প্রধান শিক্ষক মোঃ কাজী মনিরুজ্জামান অভির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাজী মোঃ এনামুল হক অভি ঢাকা সিটি কলেজে থেকে বিবিএতে পড়াশুনা করতো ও ওই এলাকাতেই থাকতো এবং এর পাশাপাশি রুপালি ইনস্যুরেন্সে ইউনিট ম্যানেজার হিসেবে কিছুদিন আগে কাজ শুরু করেন। ঘটানারদিন রাতে অভি দাঁতের ডাক্তার দেখাতে গেলে অগ্নিকান্ডে ডাক্তারের চেম্বারে থাকা ডাক্তারসহ সকল রোগী মারা যান। রামপুর এলাকার অনেকেই ওই এলাকাতে চাকরী করেন।
কাঠালতলী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনসপেক্টর আনোয়ার জানান,উভয়ের মৃতদেহ আজ রাত সাড়ে তিনটার দিকে মির্জাগঞ্জ নিজ বাড়ীতে পৌছে।সকাল আটটার পরে কাজী এনামুল হক অভির নামাজে জানাযা বাড়ীতে অনুষ্ঠীত হয়,পরে তাকে নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এছাড়া অপর নিহত মোঃ মজিবুর হাওলাদার নামাজে জানাযা সকাল ৯ টায় বাড়ীতে অনুষ্ঠীত হয়,পরে তাকে নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চকবাজার

৭ সেপ্টেম্বর, ২০২০
৭ মার্চ, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ