বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বুধবার রাতে ঢাকার চকবাজারের ওয়াহেদ টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত চাঁদপুরে ২জনের বাড়িতে চলছে শোকের মাতম। ঐ ঘটনায় ১জন নিখোঁজ রয়েছে ।
নিহতরা হলেন ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের শামসুল হক (৫৬)। অপরজন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ছিদ্দিকুর রহমান (২৭)। একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হাজী ইসমাইল হোসেন (৭০) এখনো নিখোঁজ রয়েছে।
নিখোঁজ হাজী ইসমাইল হোসেন এর ওয়াহেদ টাওয়ারে প্লাস্টিকের দানার কারখানা ছিল। ৩ ভাই দুই বোনের মধ্যে সে সবার বড়। তার মা নুরের নেছা অজ্ঞান হয়ে পড়েছে। চলছে পরিবার পরিজনের আহাজারি।
অপর দিকে ফরিদগঞ্জের নিহত শামসুল হক ছিলো ওয়াহেদ টাওয়ারের সামনে সেলাই মেশিনের কারখানা। তার দীর্ঘদিনের সহচর কিরণ পাটওয়ারী জানান, মাঝে কয়েক বছর বিরতি দিয়ে ১৯৮৫ সাল থেকে চুড়িহাট্টা মসজিদের সামনে ডেকোরেটরের ব্যবসা করছেন শামছুল হক। ১ ছেলে ২ মেয়ের জনক শামছুল হক।
হাজীগঞ্জের নিহত ছিদ্দিকুর রহমান খুচরা মালের কারবারী ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।