বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা এলাকায় ট্রাকের ধাক্কায় বসন্ত সরকার (৩৫) নামে ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে পাকশী-পাবনা (বগা মিয়া) সড়কে এ দুর্ঘটনা ঘটে। বসন্ত সরকার পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, সকালে সাঁহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা হাইস্কুলের সামনের সড়কে একটি ট্রাক ডিমওয়ালা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বসন্ত সরকারের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটির চালক একই এলাকার হওয়ায় ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিষয়টি আপোষ-মীমাংসা করে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের দায়িত্ব নিয়েছেন। তারা ব্যর্থ হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।