Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসিলায় ১২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা উদ্ধার অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানকালে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা ১২০টি বিভিন্ন কাঁচাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিটিএ সূত্র জানায়, গতকাল সকাল থেকে চতুর্থ ধাপের মতো অভিযান শুরু হয়েছে। প্রথম দিনের অভিযানে ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে পাকা ৬২টি ও আধাপাকা ৩৩ ও ২৫টি টং ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত ভবনের মধ্যে-চার তলা ভবন ১টি, তিন তলা ৮টি, দোতলা ১১টি, একতলা ৪২টি ভবন রয়েছে।
উল্লেখ্য, এর আগে বিআইডব্লিটিএ তিন দফায় ৯ দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের প্রায় ১৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
বিআইডব্লিটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সকাল থেকে চতুর্থ ধাপে প্রথম দিনের অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলে। আজ সকাল থেকে আবারও অভিযান শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ