Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বছরেই উদ্ভাবন হবে ব্লাস্ট রোগ প্রতিরোধী গমের জাত

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:০৫ পিএম

গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান দানা জাতীয় ফসল। মানুষের খাদ্য সচেতনতা বৃদ্ধি ও পুষ্টিমানের বিবেচনায় গমের আটা দেশের মানুষের খাদ্য তালিকায় উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। দেশে তাই গমের চাহিদা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে দেশে প্রতি বছরে মানুষ প্রায় ৬০ লক্ষ টন গম খাবার হিসেবে গ্রহণ করে যেখানে গম উৎপাদন হয় মাত্র ১০-১২ লক্ষ । ২০১৬ সালে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে গমের জমিতে অতি ক্ষতিকর ব্লাস্ট নামক ছত্রাকজনিত একটি রোগ সনাক্ত করা হয়। এ রোগের প্রভাবে দেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বরিশাল, ভোলা, যশোর, ফরিদপুর এলাকার অধিকাংশ গমের জমি অর্থাৎ প্রায় ১,০৮,৭১৫ হেক্টর জমির গম নষ্ট হয়ে যায়। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় চাষীরা গম চাষে আগ্রহ হারিয়ে ফেলে।

এরই পরিপ্রেক্ষিতে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনে গত তিন বছর ধরে গবেষণা করে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) একদল গবেষক। গমের ব্লাস্ট রোগ দমনের গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ড. মো. বাহাদুর মিঞা। এছাড়াও গবেষকদলে রয়েছেন বিনার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. আবুল কাসেম, বায়োটেকনোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইমতিয়াজ উদ্দিন। এছাড়া এই গবেষণা প্রকল্পে গবেষণারত রয়েছেন দুই জন পিএইচডি ও দশজন এমএস ছাত্র। সোমবার দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো বাহাদুর মিঞা বলেন, গমের ব্লাস্ট রোগের সমস্যা সমাধান কল্পে কৃষি গবেষণা ফাউন্ডেশনের এর অর্থায়নে একটি সমন্বিত গবেষণা প্রকল্প ২০১৭-১৮ থেকে শুরু হয়েছে। প্রকল্পটির অধীনে বাকৃবি এবং বিনা এক সঙ্গে কাজ করে যাচ্ছে। গবেষণার অংশ হিসেবে ব্লাস্ট রোগে আক্রান্ত গমের বীজকে রেডিয়েশন দেয়া হয়েছে। এসব রেডিয়েশন দেয়া বীজ মাঠে রোপণ করে এমন কিছু ফলাফল পাওয়া গেছে যা অত্যন্ত আশাজনক। গবেষণায় তৃতীয় বছর চলছে। রেডিয়েশন দেওয়া বীজ থেকে উৎপাদিত বেশ কিছু গাছে ব্লাস্ট হয়েছে আবার একই সাথে অল্প কিছু গাছে রোগ হয়নি। এই গাছগুলোকে বাছাই করে আরও পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই বৎসরের মধ্যে ব্লাস্ট প্রতিরোধী গমের জাত কৃষকের হাতে পৌছে দেয়া সম্ভব বলে আশা করা যাচ্ছে।

এছাড়াও গম গাছের বৃদ্ধিও পুষ্টি উপাদানের অভাবের সাথে রোগের একটি সম্পর্ক রয়েছে। সিলিকন, সিলিনিয়াম, বোরন, জিংক, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম এর মত নিউট্রিয়েন্ট উপাদান রোগ সৃষ্টি প্রতিহত করতে সহায়ক ভূমিকা পালন করে। গবেষণায় জানা গেছে সিলিকন ও সিলিনিয়াম ব্লাস্ট রোগের তীব্রতা হ্্রাসে সহায়ক। গম গাছের শীষ বের হওয়া থেকে ফুল ফোটার আগ পর্যন্ত উপযুক্ত পরিমানে সিলিকন ও সিলিনিয়াম থাকলে ব্লাস্ট রোগের আক্রমণ হ্রাস করা যায় কিনা এ বিষয়েও গবেষণা চলছে।


গমের ব্লাস্ট রোগ সম্পর্কে অধ্যাপক ড. মো বাহাদুর মিঞা বলেন, ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ। এ রোগের জীবাণু বাতাস ও বৃষ্টির মাধ্যমে সুস্থ্য গাছে ছড়িয়ে পড়ে। গম উৎপাদনকারী এশিয়ার দেশসমূহ বিশেষ করে ভারত ও চীন বাংলাদেশ থেকে এ রোগটির বিস্তার রোধে ইতোমধ্যে সর্বাধিক সতর্কতা জারি করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এশিয়ার অন্যান্য দেশ সমূহকে এ রোগটির ব্যাপারে সতর্ক করে দিয়েছে। একই সাথে তারা ব্রাজিলসহ সংক্রমিত দেশ সমূহ থেকে গম আমদানী-রপ্তানির ক্ষেত্রে সর্বাধিক সতর্কতার পরামর্শ দিয়েছে।


বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক হোসনে আরা বেগম বলেন, গমের ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবনে আমরা শুরু থেকেই আছি। অতি শ্রীঘই জাতটি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারব বলে আশা করছি। এতে করে কৃষকেরা আরও লাভবান হবে ও গম চাষে আগ্রহী হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গম

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ