Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সিআরইউ নেতৃবৃন্দের মতবিনিময়

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২৮ পিএম

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এবং পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) নবগঠিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়কালে তিনি রিপোর্টার্স ইউনিটির সাফল্য কামনা করে বলেন, বর্তমানে বাংলাদেশের মিডিয়াগুলো যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে নির্বিঘে কাজ করার সুযোগ পাচ্ছে। জেলা প্রশাসক আবুল ফজল মীর সাংবাদিকদের মধ্যে দেশপ্রেম, নাগরিক মূল্যবোধ জাগ্রত করে মুক্তিযুদ্ধের চেতনায় মহানপেশা সাংবাদিকতাকে লালন করার আহ্বান জানান।
অপরদিকে একইদিন দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময়কালে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম রিপোর্টার্স ইউনিটির নবগঠিত পরিষদকে অভিনন্দন জানিয়ে বলেন, সত্যনির্ভর সাংবাদিকতা জীবন, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে। জনগণকে সচেতন করে চেতনাবোধ জাগিয়ে তুলে। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির নবগঠিত নির্বাহী পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেদের আরও বেশি শাণিত করে তোলার আহ্বান জানিয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আরও বলেন, স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হলো একজন সাংবাদিকের মূল আদর্শ। তিনি রিপোর্টার্স ইউনিটিসহ কুমিল্লার সকল সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দকে সঠিক তথ্য, পরামর্শ দিয়ে জেলা পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময়কালে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির নবগঠিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সভাপতি সাদিক হোসেন মামুন, সহসভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, সহসাধারণ সম্পাদক আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, অর্থ সম্পাদক আজিজুল হক ও নির্বাহী সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ