বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পেকুয়া বাঘগুজরা ষ্টেশনে সিমেন্ট পরিবহনকারী চলন্ত ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক লবণ ব্যবসায়ী বাহার উদ্দিন (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন মটর সাইকেলের অপর আরোহি রিয়াজুল ইসলাম (৫৬)।
নিহত বাহার উদ্দিন সাতকানিয়া গারাঙ্গিয়া এলাকার মাওলানা আকবর আহমদের পুত্র। আহত ব্যক্তিও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় সদর বাঘগুজরা ষ্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মোজাম্মেল নামের একজন জানান, মটর সাইকেল আরোহি দুইজন রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় সিমেন্ট বহনকারী দ্রুত গতির একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিলে চালক বাহার উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের এক আত্বীয় জানান, মটর সাইকেল আরোহি দুইজন লবন ব্যবসায় জড়িত। দূর্ঘটনার দিন মগনামায় লবন দেখার জন্য আসছিলেন।
পেকুয়া থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।