Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী আন্দোলনের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৪৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দলের ফেনী জেলা শাখার প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি, ফুলগাজী আশ্রাফিয়া মাদরাসার মুহতামিম ও প্রখাত আলেম আল্লামা মুফতি হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ আছর তার প্রতিষ্ঠিত ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে মাদ্রাসা প্রাঙ্গনেই মরহুমের লাশ দাফন করা হয়। এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় আল্লামা মুফতি হাবিবুর রহমান ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতার পাশাপশি বিভিন্ন সামাজিক কাজেও অবদান রাখেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা গভীর শোক প্রকাশ করেন এবং শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানান। জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ফেনীর ওয়ামা বাজার মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদীব, ফেনীর জামেয়া রশিদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ, ঢাকার শায়েখ জাকারিয়া (রহঃ) ইসলামিক রিসার্স সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মিজানুর রহমান সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল করিম, ফুলগাজী উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির আহাম্মদ আরশাদী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুম, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক ও মুফতি ইউছুফ কাসেমী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ