বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটপাগলা দাখিল মাদ্রাসা সংলগ্ন রাস্তায় পাথর বোঝাই ট্রাকের চাপায় সাজিদ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।সে হাটপাগলা গ্রামের রমজান ফকিরের ছেলে।
জানা যায়, গৌড়দ্বার কেজি স্কুলের শিশু শিক্ষার্থী সাজিদ বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের হাটপাগলা দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে বেপরোয়া ভাবে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাজিদের মৃত্যু হয়।পরে বাশাঁটি মোড়ে বায়তুল ফালাহ নামক মসজিদের কাছে ট্রাকটি রেখে ড্রাইভার পালিয়ে যায়। তখন বিক্ষোব্ধ এলাকাবাসী সাথে সাথে রাস্তা বন্ধ করে দেয়। এতে দু'পাশে অনেক যানবাহন আটকা পরে। সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।