Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাটিকানের বেশিরভাগ যাজকই সমকামী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৯ এএম

রোমান ক্যাথলিক গির্জার যাযকেরা সমকামিতার বিরুদ্ধে উচ্চকণ্ঠে বললেও নিজেদের বেশিরভাগই সমকামী। সামনের সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া একটি বইয়ে এ সব তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বইটির বরাত দিয়ে জানিয়েছে, ভ্যাটিক্যানে কাজ করা ৮০ ভাগ যাজক হচ্ছেন সমকামী। যদিও তারা প্রয়োজনীয় যৌন সম্পর্কে সক্রিয় নন।

বইটি লিখেছেন ফরাসি সাংবাদিক ও লেখক ফ্রেডেরিক মার্টেল। ৫৭০ পাতা হবে বইটিতে।

ভ্যাটিকানের প্রাণকেন্দ্রের ভণ্ডামি ও দুর্নীতির এই বিবরণ বের করে আনতে মার্টেল ৪ বছর গবেষণা করেছেন।

আগামী বুধবার বিশ্বের ২০টি দেশে আটটি ভাষায় এই বইটি প্রকাশ করা হবে। একই দিন যৌন নির্যাতন বিষয়ে ভ্যাটিকানে একটি সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে। এ সময় বিশ্বের সব যাজকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ফরাসি সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন মার্টেল। বইটি নিয়ে গবেষণার সময় দেড় হাজার সাক্ষাৎকার নিয়েছেন। যার মধ্যে কার্ডিনাল ও বিশপরাও ছিলেন।

কোনো যাজক তাদের যৌনতার কথা স্বীকার করেছেন। কেউ কেউ এ ব্যাপারে কৌশলী ছিলেন। আবার কেউ অপ্রত্যাশিত সাক্ষাৎকার দিতে ঝুঁকি দেখেছেন। বেশ কয়েকজন যাজক তাদের যৌনতার কথা অস্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ