বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনায় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে লড়ির চাপায় পাবনা মেডিক্যাল কলেজের ছাত্রী তানিজা হায়দার (২১) নিহত এবং অপর ছাত্র আহত হয়েছেন । বুধবার সন্ধ্যায় শহরের বাইপাস বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় শহরের বাইপাস বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানিজা রাজশাহী নগরের লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার ছামাক হায়দারের কন্যা। তিনি পাবনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক জানান, ঐ দিন সন্ধ্যার দিকে পাবনা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী ইমরান ও তানিজা মোটরসাইকেলে করে বাইপাস বাস টার্মিনাল হয়ে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। বাইপাস টার্মিনাল এলাকায় তাদের মোটর সাইকেলটিকে পেছন থেকে ব্যাটারী চালিত অটোবাইক ধাক্কা দিলে তানিজা ছিটকে সড়কে পড়ে যান এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত সিমেন্ট-খোয়া-বালু মিকস্চার মেশিন টেনে নিয়ে যাওয়া লড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহত ইমরানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লড়িটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।