Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুক্রবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৪৩ পিএম

শনিবার ইয়াবা কারবারীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হয়ে যোগ দিতে কক্সবাজার আসছেন যথাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাঁরা বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন বলে কক্সবাজার জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে। স্বরাষ্ট্র মন্ত্রী ও সচিব শনিবার (১৬ ফেব্রুয়ারি) টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠেয় ইয়াবা কারবারীদের
আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন রবিবার সকালে বিমানযোগে কক্সবাজার ত্যাগ
করবেন।
এদিকে, ইয়াবা কারবারীদের আত্মসমর্পণের বিষয় সার্বিক তদারকির জন্য আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার বিকেলে বিমানযোগে কক্সবাজার আসছেন
বলে জেলা পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন সূত্র নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ