বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আসিফ-উজ-জামানকে সিনিয়র সচিব করেছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোহাম্মদ আসিফ-উজ-জামানকে সচিব থেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে আগের দপ্তরেই তাকে পদায়ন করা হয়েছে।
মোহাম্মদ আসিফ-উজ-জামান ১৯৮৪ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০১৬ সালের ৩০ অগাস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। ২০১৭ সালের ২৩ এপ্রিল সচিব পদে পদোন্নতি পান তিনি। পরে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। এই পদটি সচিব পদমর্যাদার। আসিফকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পরেই তাদের অবস্থান। ২০১২ সালের ৯ জানুয়ারি প্রথমবারের মত সিনিয়র সচিব পদ চালু করে সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।