Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ৯:৫০ পিএম | আপডেট : ৯:৫২ পিএম, ২৬ আগস্ট, ২০১৯

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামকে আগামী দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেসিডেন্টের আদেশক্রমে উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়Ñ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামকে তাঁর অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ২৮ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সরকারের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ আগস্ট মো. আসাদুল ইসলাম আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনিয়র সচিব

১ ফেব্রুয়ারি, ২০২১
২৮ ফেব্রুয়ারি, ২০১৯
১৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ