বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাদ্যভাস ও ধর্মীয় অনুশাসনের কারণে দেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। তিনি এটাকে আল্লাহর রহমত বলেও উল্লেখ করেন।
শুক্রবার নগরীর নতুন রেলওয়ে স্টেশনের সামনে খোলা জায়গায় রেয়াজউদ্দিনে বাজার থেকে সরিয়ে নেওয়া কাঁচাবাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্ত্য করেন।
তিনি বলেন, সারা বিশ্বে এখনও করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এটিকে মোকাবিলা করা অনেক কঠিন। বিশ্ব এ করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সে তুলনায় বাংলাদেশের অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো।
খাদ্যভাস, ধর্মীয় অনুশাসন ও পরিচ্ছন্নতার কারণে দেশে করোনার তেমন প্রভাব পড়েনি। এখনও তাই দেশে আক্রান্তের সংখ্যা কম। করোনা দ্রæত শেষ হয়ে যাবে। আবারও দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।
মোস্তাফা কামাল উদ্দীন বলেন, পুলিশের উদ্যোগে ধান কাটতে হাওর অঞ্চলে শ্রমিক পাঠানো হচ্ছে। খামারিদের প্রণোদনা দেওয়া হচ্ছে। উৎপাদন ও বিপণনকে যাতে স্বাভাবিক রাখা যায়, সেদিকেও সরকারের নজর রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান । নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।