Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের টাকা চুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাজ্যের প্রযুক্তি উদ্যোক্তা ৩৯ বছরের সফল তরুণ ব্যবসায়ী অ্যান্ড্রু মাইকেল জীবনে প্রথম ব্যাবসা করার জন্য মায়ের টাকা চুরি করেছিলেন। সম্প্রতি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি নিজেই এ কথা জানিয়ে বলেন, ১৭ বছর বয়সে তিনি এবং তার বন্ধু নিজেদের প্রথম ওয়েব হোস্টিং কোম্পানি ‘ফাস্টহোস্টস’ চালু করার জন্য এই টাকা চুরি করেছিলেন। 

অ্যান্ড্রু বলেন, ‘১৯৯৭ সালে ব্যবসার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ যা নিতে হলে সে সময় প্রায় ৩০ হাজার পাউন্ড প্রয়োজন ছিল।’ এজন্য তিনি নিজের মায়ের ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারনেট আপগ্রেড করার অর্ডার দেন। মূল জুয়াটা ছিল যে, প্রথম মাসেই ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণ আয় করতে হবে যেন ক্রেডিট কার্ডের বিল আসার পরই তা পরিশোধ করা যায়। আশ্চর্যজনকভাবে তা সত্যিই কাজ করলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে, প্রতারণা করে টাকা নেয়ার ঘটনার জন্য তার মা তাকে ক্ষমা করে দিলেন।
ফাস্টহোস্টস ছিল আশি এবং নব্বই এর দশকে যুক্তরাজ্যে বেডরুম কম্পিউটার উদ্ভাবনের চমৎকার উদাহরণ। নয়বছর পরে তার বিক্রির পরিমাণ দাঁড়ায় ৬১ দশমিক ৫ মিলিয়ন। মাত্র ২৬ বছর বয়সে তার ৭৫% শেয়ারের মূল্য হয় ৪৬ মিলিয়ন পাউন্ড। এর পরে তিনি আনেন লাইভড্রাইভ। যা ব্যাপক সফলতা পেয়েছিল। ব্যক্তিগত এবং ছোট ব্যবসার জন্য ক্লাউড স্টোরেজ এবং ব্যাকআপ মার্কেটের জন্য পথপ্রদর্শক ছিল লাইভ ড্রাইভ। তার সর্বশেষ ব্যবসা হচ্ছে বার্ক ডটকম। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ