রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষীপুরে ভুয়া কাবিন সৃজন করে এক নারীর শ্লীলতা হানির অভিযোগ উঠেছে স্থানীয় এক গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে। একটি ক্লিনিকের কর্মরত ঐ নারী নিজেকে বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা দাবি কারে সৃষ্ট ঘটনার প্রতিকার চেয়ে লক্ষীপুর প্রেসক্লাবের সিনিয়র কয়েকজন সাংবাদিকের কাছে অভিযোগ করেন। সৃষ্ট ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। এ বিষয়ে তিনি গনমাধ্যমকর্মীর পত্রিকা অফিসে অভিযোগ করেন।
সাংবাদিকের কাছে কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে ঐ মহিলা বলেন, রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের কাজল কায়েসের (কালের কন্ঠের প্রতিনিধি) সাথে চার বছর আগে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠে, প্রেমের সুবাদে ঐ গণমাধ্যমকর্মী তাকে বিয়ে করেছে মর্মে একটি কাবিন সৃজন করে। কাবিন করার পর থেকে প্রায়ই তারা কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ঘুরতে যেতো। মাঝে মধ্যে তারা এক সাথে রাত যাপন করতো।
এরই মধ্যে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রেমিক কাজল কায়েসকে বিষয়টি জানান। এসময় কাজল কায়েস অতিতের ভুলের জন্য ক্ষমা চেয়ে বিষয়টি কাউকে জানালে চাকরিচ্যুত করা হবে বলে ভয়-ভীতি দেখায়। এরপর থেকে কাজল কায়েস তাকে এড়িয়ে চলতে থাকে, এসময় তিনি জানতে পারেন কাবিনটি ভুয়া। এবিষয়ে অভিযুক্ত কাজল কায়েসের সাথে যোগাযোগের চেস্টা করে মোবাইলে তাকে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।