প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘কাবিননামা’ নিয়ে এবার আসন্ন ঈদুল আজহায় একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। সেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। তাদেরকে নবদম্পতি রূপে দেখা যাবে এই নাটকে। নির্মাতা হিমির রচনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন গোলাম সরোয়ার অনিক।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা হিমি বলেন, ‘আমাদের সমাজ দুজন মানুষের সম্পর্কের চেয়ে একটি কাগজের মূল্য বেশি দিয়ে থাকে। তেমনই একটি গল্প নিয়ে নাটক এগিয়ে যাবে।’
কয়েক মাস আগে দেশে কাবিননামা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেই ঘটনায় অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মিত হয়েছে কি না?
এমন প্রশ্নে নির্মাতা মাহমুদুর রহমান হিমির উত্তর, ‘মেটেও তেমনটা না। নাটকের গল্প এখনই বলে দিলে দর্শক উপলব্ধিটা পাবেন না। তবুও এই প্রশ্নের উত্তরে বলতে হয়, নাটকটি নবদম্পতির গল্পের। যেখানে তৌসিফ মাহবুব হুট করেই কেয়া পায়েলকে নিয়ে তার ব্যাচেলার বাসায় ওঠে। সেখান থেকে গল্প শুরু হবে আর শেষ হবে কাবিননামায়।’
নির্মাতা আরো জানিয়েছেন, আসন্ন ঈদের পঞ্চম দিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি, পরে তাদের ইউটিউবে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।