বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় কিশোরগঞ্জ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামের বোন আওয়ামী লীগের ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, একক প্রার্থী হওয়ায় সৈয়দা জাকিয়া নূর লিপিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আগামী ২/৩ দিনের মধে্য নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করবে ইসি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার গণতন্ত্রী পার্টির ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
আগের দিন শনিবার জাতীয় পার্টির মোস্তাইন বিল্লাহ প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে এ আসনে জাকিয়া নূরের আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
তাজুল ইসলাম জানান, গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সৈয়দা জাকিয়া নূরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণার বিষয়টি জানানো হবে।
গত ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন এবং মোস্তাইন বিল্লাহর প্রার্থিতা বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করে দুজনেই প্রার্থিতা ফিরে পান।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।
সম্প্রতি অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ অবস্থায় নির্বাচিত হলেও শপথ গ্রহণের আগেই গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।