Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতা বইমেলায় বাংলাদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৫৫ পিএম

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়নটি প্রতিবছরই কোনো ঐতিহ্যশালী স্থাপত্যের অনুকরণে তৈরি হয়৷ ৪৩তম কলকাতা বইমেলায় এবার ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসের আদলে তৈরি হয়েছে বংলাদেশের প্যাভেলিয়ন৷ এই প্যালেসটি একটি ঐতিহাসিক স্মারক৷ ১৯৪৯ সালে আওয়ামী লিগের পত্তন হয় এ বাড়িতে৷ তারই আদলে কলকাতা বইমেলায় এবার বাংলাদেশের প্যাভেলিয়ন৷
রোজ গার্ডেন প্রাসাদের নিও–ক্লাসিকাল স্থাপত্যে মিশে গেছে ইওরোপীয় শিল্পরীতি, যা ধরা পড়ে এর করিন্থিয়ান স্তম্ভগুলিতে৷ শোলা এবং থার্মোকলের সাহায্যে তৈরি এই প্যাভেলিয়নের শিল্পকৃতি এত নিখুঁত যে, দূর থেকে আসল বলে ভ্রম হতে পারে! কলকাতা বইমেলায় বাংলাদেশের বইয়ের বাড়তি আকর্ষণ৷ তাই সবসময়ই ভিড় থাকে প্যাভেলিয়নের ভেতরে৷ বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্টলটি এবার বিশেষভাবে আকৃষ্ট করেছে ইতিহাস-সন্ধানী পাঠকদের৷ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের স্টলটিতেও বরাবরই নিবিষ্ট পাঠকদের ভিড় থাকে৷ তারা ধর্ম বিষয়ে আরও গভীরে জানতে চান৷
বাংলাদেশ প্যাভেলিয়নের সুবাদেই প্রতি বছর সেদেশের এক একটি ঐতিহাসিক, ঐতিহ্যশালী ইমারত সম্পর্কে জানার সুযোগ পান পশ্চিমবঙ্গের বাঙালিরা৷ সন্ধা নামলেই রঙিন আলোয় সেজে উঠছে বাংলাদেশ প্যাভেলিয়ন৷ দর্শকদের আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছে রোজ গার্ডেন প্যালেসের স্থাপত্য সৌন্দর্য সম্পর্কে৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিমবঙ্গ

১ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ