প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সুচরিতা এখনও সিনেমায় অভিনয় করছেন। তবে মাঝে মাঝে তিনি চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করেন। মা, ভাবী চরিত্রে বেশি দেখা যায় তাকে। চলচ্চিত্রের চলমান মন্দাবস্থা তাকে পীড়া দেয়। চলচ্চিত্রে আগের মতো ব্যস্ততা নেই। বেশির ভাগ সময় বাড়িতেই থাকেন। তিনি জানান, খুব সাদামাটাভাবেই দিন কাটে। সোনালী দিনের কথা মনে করে মন খারাপ করেন তিনি। মন খারাপ হলেও চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে ভাবেন। দেশীয় চলচ্চিত্র শিল্প খারাপ সময় পার করছে। শিল্পী ও কলাকুশলীদের হাতে কাজ নেই। এ পরিস্থিতি থেকে উন্নতি করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। চলচ্চিত্র শিল্পী সমিতিও এই উদ্যোগ নিতে পারে। আমরা যারা শিল্পী তারা নিজেদের অর্থায়নে সিনেমা বানাতে পারি। কোনও শিল্পীকেই পারিশ্রমিক দেয়া হবে না। সিনেমা মুক্তির পর যে অর্থ আসবে তা সবাইকে পারিশ্রমিক হিসেবে দেয়া হবে। এভাবেও কিছুটা উন্নয়ন সম্ভব। এ সময়ের নায়কদের মধ্যে শাকিব খানই শীর্ষে রয়েছে। শাকিব-অপু জুটি আমার খুব পছন্দের। শাকিবের সাথে শুধু মাত্র অপু বিশ্বাসকেই মানায়। শাকিবের মায়ের চরিত্রে অনেক সিনেমায় কাজ করেছি। ও খুব বিনয়ী। শাকিব-অপুর রসায়নটা দারুণ। ওরা দুজন আবারও এক হলে ভালো লাগতো। শাকিবের পর নায়কদের মধ্যে আরিফিন শুভ, বাপ্পি চৌধুরী ও সাইমন সাদিক ভালো করছে। নায়িকাদের মধ্যে আঁচল বেশ ভালো অভিনয় করে। আঁচলের ব্যবহার ও অভিনয় খুবই ভালে। সুচরিতার সময় বাসায় কাটলেও নিজের অভিনীত সিনেমা দেখেন না। বললেন, ইচ্ছে করেই দেখি না। টেলিভিশন বা ইউটিউবেও দেখি না। নিজের অভিনীত সিনেমা দেখতে গেলে শূটিংয়ের সময় কোন জায়গা থেকে ক্যামেরা শট নেয়া হয়েছিল। ট্রলি, ক্রেন শট বা লাইট কেমন ছিল তা মনে পড়ে। আবার মনে হয়, অভিনয়টা ভালো হয়নি। আরও হয়তো ভালো করতে পারতাম। এসব কারণে নিজের অভিনীত চলচ্চিত্র দেখি না। উল্লেখ্য, ১৯৬৯ সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে সুচরিতা প্রথম অভিনয় করেন। তখন তার নাম ছিল বেবী হেলেন। নায়িকা হিসেবে সুচরিতা প্রথম অভিনয় করেন ১৯৭২ সালে আজিজুর রহমান পরিচালিত স্বীকৃতি সিনেমায়। ১৯৭৭ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত যাদুর বাঁশি সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সুচরিতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দি ফাদার, বদলা, গীত, জীবন নৌকা, আসামী, এখনো অনেক রাত, নদের চাঁদ, কথা দিলাম, গাদ্দার, জনি, নাগরদোলা, হাঙ্গর নদী গ্রেনেড ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।