Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলন বন্ধ না করলে কঠোর আন্দোলন -মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৪১ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্মপাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, আকীদায়ে খতমে নবুওয়ত হলো মুসলমানদের ঈমান। যারা খতমে নবুওয়ত অস্বীকার করে কুরআন, হাদীস ও ইজমায়ে উম্মাহর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তারা কাফের। ব্রিটিশ সাম্রাজ্যবাদী গোষ্ঠীর ভারতীয় এজেন্ট, পান্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবী করে খতমে নবুওয়তকে অস্বীকার করেছে।
তার অনুসারীরা আহমদীয়া মুসলিম জামাত নাম দিয়ে কাদিয়ানী মতবাদ সৃষ্টি করে সরলমনা মুসলমানদের ধোঁকা দিয়ে ঈমানহারা করছে। তাদের এই জঘন্য ষড়যন্ত্র সম্পর্কে ওলামায়ে কেরাম দীর্ঘ দিন থেকে আন্দোলন করছে।
তিনি বলেন, আগামী ২২-২৪ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী পঞ্চগড় জেলায় কাদিয়ানী ইজতেমা করার যে দুঃসাহস' দেখাচ্ছ, প্রশাসন কিভাবে অনুমতি দিল আমরা জানিনা। আমদের দাবী হলো, কোন চাল চাতুরী না করে প্রশাসনকে ভণ্ড নবীর অনুসারী কাদিয়ানীদের জমায়েত বন্ধ করতে হবে। অন্যথায় বাংলাদেশ নবীপ্রেমিক তাওহিদী জনতা কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ বিকেল ২ টা থেকে ফেনী সোনাগাজী উপজেলার সোনাপুর বাজার আমতলী মাঠে শায়াখুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব সাহেব ফাউণ্ডেশন আয়োজিত তাফসীর মাহফিলে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন।
ফাউণ্ডেশনের সভাপতি মাওলানা নুরুল্লাহ নুরীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন, ওলমাবাজার মাদরাসার শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম (আদীব সাহেব), আরো বক্তব্য রাখেন, জামেয়া মাদানিয়া সিলোনিয়ার নায়েবে মুহতামিম মুফতি আহমদুল্লাহ কাসেমী,
হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মুফতি রহিমুল্লাহ কাসেমী, মাওলানা নিজামুদ্দিন, সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজত

১ নভেম্বর, ২০২২
৩১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ