নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আর্থিক অনিয়মের অভিযোগে এক সপ্তাহ আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। এ চিঠি পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন ও প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আবু হোসেন। বাফুফেকে দেয়া দুদকের চিঠির প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি এবার মুখ খুলেছেন। তিনি বলেন,‘বাফুফেতে দুদকের হানা বিব্রতকর। বিষয়টি খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।’ গতকাল শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সম্মিলিত ক্রীড়া পরিবার আয়োজিত সংর্বধনা অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন,‘আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে দীর্ঘ ১০ বছর যুব ও ক্রীড়া সম্পর্কিত সংসদীয় উপ-কমিটির চেয়ারম্যান ছিলাম। এই সময়ের মধ্যে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি এর আগে দেখিনি কোনো ক্রীড়া ফেডারেশনকে দুদক চিঠি দিয়েছে। এটাই প্রথম। যা সত্যিই বিব্রতকর। আমরা চাই ক্রীড়াঙ্গন দুর্নীতিমুক্ত থাকুক। তাই বাফুফে দেয়া দুদকের চিঠির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অনিয়ম করে থাকেন তাহলে তার জবাবদিহী অবশ্যই করতে হবে।’ বাফুফের কাছে মোট ১১টি বিষয় সুনির্দিষ্ট নথিপত্র চেয়েছে দুদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।