বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের ৯টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চর-এনায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন- ওই গ্রামের টিপু সুলতান, আবদুল কাদের, মো. জয়নাল হোসেন ও তার ছেলে আবদুল মতিন। পরে এলাকাবাসী ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে সবার ধারণা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ওই চারটি পরিবারের কয়েকজন সদস্য ঘরে বসে খাবার খাচ্ছিলেন। হটাৎ টিপু সুলতানের বসত ঘরে আগুন দেখে সবাই ঘরের বাইরে বেড়িয়ে আসেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। এতে পরপর ৯টি বসত ঘরের আসবাবপত্র, ঘরে রক্ষিত চাল, ধান, রসুনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এদিকে চর-এনায়েতপুর গ্রামে প্রবেশের রাস্তা না থাকায় ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিস। পরে এলাকাবাসী ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, চাটমোহর থানার এসআই মাহবুব উল্লাহ সরকার ও অন্যান্য পুলিশ সদস্যরা। এ সময় ইউএনও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার ও দু’টি করে কম্বল বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।