মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একসময়ের ইসলাম ধর্মের কট্টর বিরোধি ছিলেন ডাচ এমপি জোরাম ভ্যান ক্লাভিরিন (৩৯)। সুযোগ পেলেই কঠোর সমালোচনা করতেন ইসলামের। সিদ্ধান্ত নেন লিখবেন ইসলামবিরোধী বইও। তার জন্য ইসলাম সম্পর্কে জানতে যেয়ে ভুল ধারণা ভেঙ্গে যায় তার। ইসলামে মুগ্ধ হয়ে যান। বুঝতে পারেন এটিই একমাত্র সত্য ধর্ম। সেই তিনিই পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমে রুপান্তরিত হন।
মুসলিমে রুপান্তরের আগে নেদারল্যান্ডের জোরাম ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্ট ফর দ্য ফ্রিডম পার্টির (পিভিভি) সদস্য ছিলেন। কিন্তু ২০১৪ সালে তিনি সে দল ছেড়ে দেন।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামবিরোধী একটি বই লিখতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জোরাম। সোমবার এ তথ্য জানানো হয়। ডাচ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জোরাম ভ্যান ক্লাভিরিন বলেছেন, ইসলাম সম্পর্কে বই লেখার সময় আমি অনেক বিষয়বস্তু অতিক্রম করে আসি, অনেক বিষয় জানতে পারি। যা আমার ইসলাম সম্পর্কে ধারণা বদলে দেয়। সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, ‘আগে আমি ইসলাম ধর্মকে ‘মিথ্যা’ এবং কোরআন শরিফ’কে ‘বিষ’ বলে অভিহিত করতাম। তবে এর জন্য আমি ভীষণ দুঃখ প্রকাশ করেছি। তবে তখন পিভিভি দল করার কারণেই আমাকে এসব কথা বলতে হয়েছিল। কারণ তা সেই দলের পলিসির মধ্যেই ছিল।’
উল্লেখ্য, ২০১৪ সালে ডাচ পিভিভি দল ছেড়ে দেওয়ার পর জোরাম নিজে একটি দল গঠন করেন। পরে ২০১৭ সালে তিনি সেই দলের হয়ে নেদারল্যান্ডের জাতীয় নির্বাচনেও অংশ গ্রহণ করেন। যদিও সেবার তিনি তাতে জয়লাভ করতে ব্যর্থ হন। আর এরপরই তিনি রাজনীতিকে বিদায় জানিয়ে পুরোপুরি অবসরে চলে যান। সূত্র: পলিটিকো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।