Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জ ২টি অবৈধ ইটভাটার মালিককে ভ্রাম্যমান আদালতের ৫লক্ষ টাকা জরিমানা

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:১৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে দুইটি অবৈধ ইটভাটার মালিককে ভ্রাম্যমান আদালত ৫লক্ষ টাকা জরিমানা করেছে। আজ সোমবার(০৪ফেব্রয়ারী) দুপুর ১২টায় দক্ষিন কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা ও সাধুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইটভাটার মালিকদের এই জরিমানা করেন। এসময় মেসার্স এএমএম ব্রিকস এর মালিক আলী মোহাম্মদকে ২লক্ষ টাকা ও মেসার্স রিয়াজ ব্রিকস এর মালিক মোঃ মুক্তারুজ্জামানকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। দক্ষিন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভ’মি অফিসের নাজির মোহাম্মদ মজিরুল হক জানান, সহকারী কমিশনার(ভ’মি)ও নির্বাহী ম্যাজিস্ট্রে প্রমথ রঞ্জন ঘটকের নেতৃত্বে কোন্ডা ইউনিয়নের জাজিরা ও সাধুর বাজার এলাকায় দুপুরে কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালানো হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইনে(২০১৩) এএমএম ব্রিকস এর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় তার মালিক আলী মোহাম্মদকে ২লক্ষ টাকা জরিমানা ও এই ইটভাটাকে বন্ধের নির্দেশ দেয়া হয়। অপরদিকে মেসার্স রিয়াজ ব্রিকস এর বৈধ কোন লাইসেন্স ও পরিবেশ অধিপ্তরের কোন ছাড়পত্র না থাকায় তার মালিক মোঃ মুক্তারুজ্জামানকেও ৩লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এই ইটভাটাকে বন্ধের নির্দেশ দেয়া হয়। দক্ষিন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি এই আদেশ দেন।এসময় ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিহির লাল সরকার উপস্থিত ছিলেন। এব্যাপারে। দক্ষিন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক বিষয়টি নিশ্চিত করে বলেন , কেরানীগঞ্জে যত অবৈধ ইটভাটা আছে সবগুলোতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। অবৈধভাবে কেউ কেরানীগঞ্জে কোন ইটভাটা চালাতে পারবে না। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠর শাস্তির ব্যবস্থা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমান আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ