Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে মৃত্যুর মিছিলে আরো ৯ লাশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সড়কে কোন ভাবেই থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। অনিয়ন্ত্রিত ওভারটেকিং, বেপোরোয়া গাড়ি চালানো কিংবা অসতর্কতার কারণে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা। চলমান এ ধারায় নতুন করে লাশ হলো আরো ৮ জন । আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট :
দোহার (ঢাকা ) সংবাদদাতা : ঢাকার দোহার উপজেলায় মাটিভর্তি মাহেন্দ্রা গাড়ির ধাক্কায় শাওন হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার ফুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শাওন ফুলতলা ঢালারপাড় এলাকার মাঈন উদ্দিনের ছেলে এবং পদ্মা কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্র বলে জানা যায়।
পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন ভাইয়ার দীঘির পাড় এলাকায় সৌদিয়া চেয়ারকোচ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল (রবিবার) সকাল সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তিরা হলো মাইক্রোবাস এর চালক সাকিব (২২) সে সাতকানিয়া উপজেলার নতুন হাট এলাকার ইছহাক মিয়ার পুত্র। আনোয়ার হোসেন পিতা মুন্সী মিয়া পুরানগড় সাতকানিয়া মোঃ শাহজাহান (৫০), পিতা- হাফেজ মিয়া পদুয়া লোহাগাড়া অপর জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত দের মধ্যে রয়েছে রাশেদ উদ্দীন (৫০), পিতা- রফিক উদ্দীন এলাহাবাদ, চন্দনাইশ ফরহাদ উদ্দীন (২৬) পিতা- মনোয়ার হোসেন, সাতকানিয়া আলী আহমদ (৩৮) পিতা- রহমত আলী কাঞ্চননগর, চন্দনাইশ, মোঃ হাসান (২০), পিতা- আবদুর রহমান, রশিদাবাদ পটিয়া। মোঃ ইরফান (৩৫), আহমদ হোসেন (৫৫) দিলীপ (৫০) নাছির উদ্দীন (৪৫) গুরুতর আহতদের প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার গামী সৌদিয়া চেয়ারকোচ মহাসড়কের পটিয়া উপজেলার ভাইয়ার দীঘির পাড় এলাকায় পৌঁছলে তার সামনে থাকা একটি বালির ট্রাককে ওভারটেক করার সময় বিপরীতমুখী সাতকানিয়া কেরানীহাট থেকে আসা মাইক্রোবাস (হাইস) চট্ট-মেট্টো-চ-১১-৪৯৫২ সজোরে ধাক্কা দিলে সৌদিয়া চেয়ারকোচ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে টানা হেচঁড়া করে পাশ্ববর্ত্তী দীঘির পাড়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের তিনজন যাত্রী নিহত হয়। স্থানীয় লোকজন বিকট শব্দ শুনে ঘটনাস্থলে দৌড়ে গিয়ে চেয়ারকোচে চাপা পড়া মাইক্রোটি উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পরে পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সদস্যগণ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় চেয়ারকোচকে কিছুটা সরিয়ে চাপা পড়া যাত্রীদের মাইক্রো কেটে উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে : রাঙামাটি শহরের রাজবাড়ি জিমনেশিয়াম এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল মোনাফ (৩৫)। তিনি রাঙামাটি ফিসারির কর্মচারী। তার বাড়ি শহরের শিমুলতলী এলাকায়।
রাঙামাটি কোতয়ারি থানার এসআই ক্য লাহ্ চিং জানান, বাড়ি যাওয়ার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল মোনাফ নাম এক যুবক নিহত হন। প্রাইভেটকারের চালক পালাতক রয়েছেন। নিহতের সুরতহালের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিক্সা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল রোববার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজার নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৭০) ও সরসপুর গ্রামের রিয়াদ (২০)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা: বাগেরহাটের শরণখোলায় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার শরণখোলা-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের ছোট নলবুনিয়ার গাজীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, ওই সময়ে সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠায়। থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মফিজুল ইসলাম জানান, ভোরে মস্তিস্ক বিকৃত অজ্ঞাতনামা ওই নারীকে কোন একটি বাস চাঁপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন বলে লাশ দেখে ধারনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ