Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটগ্রামে ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ২:০৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে চান মিয়া (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার উফারমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চান মিয়া বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ সকাল ১০টার দিকে নিহত চান মিয়া বাড়ি থেকে ভ্যানে করে জমিতে কাজ করা কামলার জন্য ভাত নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি উফারমারা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি জমি চাষ করা ট্রলি তার ভ্যানকে ধাক্কা দিলে তিনি ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই ট্রলিচালক জাহাঙ্গীর পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, এর আগেও এই জাহাঙ্গীরের ট্রলির নিচে পড়ে কামারের হাট এলাকায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। লোকটি (চান মিয়া) খুব গরীব, তার তিনটি মেয়ে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ