বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন আহম্মেদ জানান, শেরপুরের ঘোগা ব্রিজের কাছে একটি বিআরটিসি বাস বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিল। বেলা ১১ টায় এস আই পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বিআরটিসির বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এস আই পরিবহনের হেলপার নিহত হয়। আহত হন এক নারী পুলিশ কনস্টেবলসহ তিনজন। আহত ওই কনস্টেবলের নাম শামীমা আখতার। তিনি জয়পুরহাটে চাকরিরত আছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশও ওই হাসপাতালের র মর্গে রাখা আছে। বাস দুটি থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।