Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভৈরবে শ্রমিকদের বিক্ষোভ

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কিশোরগঞ্জের ভৈরবে খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান এলিন ফুড প্রোডাক্টসে কর্মরত শ্রকিরা তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেনে। গতকাল শনিবার ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা। পৌর এলাকার লক্ষীপুরস্থ প্রতিষ্ঠানটির সামনে থেকে ৭ শতাধিক শ্রমিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব দুর্জয় মোড় প্রদক্ষিণ করে পুণরায় প্রতিষ্ঠানের সামনে ফিরে আসে।

এ সময় বিক্ষোভকারী শ্রমিকরা সরকার নির্ধারিত ন্যায্য বেতন, বোনাস ও মাসের নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে শ্লোগান দেয়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে পুরুষ শ্রমিকের বেতন ৪ হাজার ও মহিলা শ্রমিকের বেতন ৩ হাজার টাকা দেয়া হয় বলে শ্রমিকরা জানান। এ বিষয়ে প্রতিষ্ঠানটির দায়িত্বরত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ