বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা-কলমাকান্দা সড়কের গুমাইখালী ব্রিজের সন্নিকটে শনিবার সকালে লড়ি উল্টে লড়ির নীচে চাপা পড়ে জুয়েল মিয়া (১২) নামক এক হেলপারের করুণ মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকার সবুজ মিয়ার ১২ বছরের ছেলে জুয়েল মিয়া সংসারে অভাবের তাড়নায় লড়ির হেলপার হিসেবে কাজ করে আসছিল। শনিবার সকালে সে লড়ি চালকের সাথে কাজে যায়। লড়িটি নেত্রকোনা-কলমাকান্দা সড়কের গুমাইখালী ব্রিজের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে লড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই জুয়েল মারা যায়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজাহারুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লড়িটি জব্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।