বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৪৮ কোটি টাকা ব্যয়ে বান্দরবন রোয়াংছড়ি-রুমা সড়ক উদ্বোধন করলেন বান্দরবন ৩০০ আসনে এমপি ও পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল সকালে মন্ত্রী বান্দরবনে এ সড়ক টি উদ্বোধন করেন।
বান্দরবন পার্বত্য জেলার দুর্গম রোয়াংছড়ি উপজেলা রুমা উপজেলা পর্যন্ত ২০ কিলোমিটার সংযোগ সড়ক টি নির্মাণ করছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
উদ্বোধন কালে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে উপজেলা থেকে উপজেলা ও দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। নতুন সড়ক ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এতে করে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতের পাশাপাশি ও স্থানীয়দের জীবনমান উন্নত হবে। পাশাপাশি পর্যটকের সংখ্যা ও বৃদ্ধি পাবে।
সড়কটি সম্পর্কে এর প্রকল্প পরিচালক আবদুল আজিজ জানান, এটি বান্দরবন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী একটি প্রকল্প। দেশের সর্ব বৃহৎ পার্বত্য বান্দরবনের পাহাড় কেউক্রাডং, তাজিংডং এর চুড়ায় ঐতিহাসিক প্রাকৃতিক বগা লেক দেখতে অসংখ্য পর্যটক রুমা উপজেলায় যেতে সহজ হবে। সেই সাথে সীমান্ত এলাকারও গুরুত্ব ও বাড়বে।
সংযোগ সড়কটি নির্মাণ হলে খুব সহজেই অল্প সময়ে জেলা শহর হতে রোয়াংছড়ি হয়ে রুমা উপজেলায় যাতায়াত করতে পারবে লোকজন।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, বান্দরবনের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদুয়ান আরমান শাকিল প্রমুখ।
সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী স্থানীয় বৌদ্ধমন্দির পরিদর্শন করেন ও সেখানে প্রার্থনা সভায় অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।