মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের পারমাণবিক অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো বলেছেন, ‘বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে ইরান।’ বুধবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, ‘জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্লান অব অ্যাকশনের (জেসিপিওএ) অধীন দেওয়া প্রতিশ্রুতিগুলো ঠিকঠাক মতোই মেনে চলছে ইরান।’
এ সময় ‘জেসিপিওএ’ নামে পরিচিত চুক্তির প্রেক্ষিতে নিজের অবস্থান সম্পর্কে বলেন আমানো। তিনি বলেন, ‘ইরান যাতে প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন করে যায়, এটি খুবই অপরিহার্য। ২০১৫ সালে করা এই চুক্তি থেকে ইতিমধ্যেই নিজের দেশকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে করা চুক্তি থেকে নিজের দেশকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ইরান ছাড়াও জেসিপিও চুক্তিতে সই করা অন্যান্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন মেনে চলছে চুক্তিটি। সূত্র: এশিয়া নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।