Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভারত-জাপান পরমাণু চুক্তি স্বাক্ষর

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত ও জাপানের মধ্যে গত শুক্রবার এক ঐতিহাসিক বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টোকিওতে জাপান সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের এক দীর্ঘ বৈঠকের পরপরই এই চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রতিনিধিরা। দুই প্রধানমন্ত্রীর ওই বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং ভারতে পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণ বিষয়ক সহযোগিতার বিষয়গুলো উত্থাপিত হয়েছিল। চুক্তি স্বাক্ষরের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। টুইটে বলা হয়, স্বচ্ছ, সবুজ বিশ্বের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শিনজো আবের ঐতিহাসিক চুক্তি। এই চুক্তির ফলে ভারতে পরমাণু প্রযুক্তি রপ্তানি করতে পারবে জাপান। প্রসঙ্গত, ভারতই হলো পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর না করা প্রথম দেশ, যাদের সঙ্গে এই চুক্তি করল জাপান। এর আগে, গত ডিসেম্বরে জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ও বেসামরিক পরমাণু চুক্তির বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে কিছু বিষয়ে দ্বিমত থাকায় সেই সময় কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। গত ছয় বছর ধরেই জাপানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল ভারত। উল্লেখ্য, জাপানের আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ফ্রান্স, নামিবিয়া, আর্জেন্টিনা, কানাডা, কাজাখস্তান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের। জিনিউজ, টাইমস অব ইনডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-জাপান পরমাণু চুক্তি স্বাক্ষর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ