Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করছে ইউরোপ-চীন-রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রভাববিস্তার ও দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচীর লাগাম টেনে ধরার বিনিময়ে দেশটিকে অর্থনৈতিক সহায়তা দেয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইউরোপ, চীন ও রাশিয়ার কূটনীতিকরা। এর মাধ্যমে ইরান পারমাণবিক চুক্তি রক্ষার আশা করছেন তারা। রোববার এমন একটি খবর প্রকাশ করেছে জার্মানির একটি সংবাদপত্র, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচীর লাগাম টেনে ধরতে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে তাদের ওপর আরোপিত জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর বাণিজ্য নিষেধাজ্ঞা ক্রমান্বয়ে তুলে নেওয়ার বিপরীতে পারমাণবিক কর্মসূচী সীমিত করতে সম্মত হয়েছিল ইরান। কিন্তু ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিতি ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পরবর্তী করণীয় নির্ধারণে আসছে সপ্তাহে ইউরোপ, চীন ও রাশিয়ার কর্মকর্তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিক হেলগা স্মিডের নেতৃত্বে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে মিলিত হবেন বলে ইইউয়ের সূত্রগুলোর বরাতে জানিয়েছে জার্মান সংবাদপত্র ভেট আম জোনটাগ। বৈঠকে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীনের যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র অংশ নিবে না বলে জানিয়েছে জোনটাগ। তবে এ বৈঠকে ইরান অংশ নিবে কি না তা তাৎক্ষণিভাবে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদপত্রটি। ইরান পারমাণবিক চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রধান অভিযোগ ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে এ চুক্তির আওতায় আনা হয়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ