গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মুক্তিযুদ্ধে ভারতের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৯ জন যোদ্ধাকে সম্মান জানিয়েছে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ফোরাম। বৃহষ্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ সম্মান জানানো হয়। একাত্তরের মিত্রবাহিনীর যোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন ভারতীয় যোদ্ধারা। তারা বলেন, বাংলাদেশকে সহায়তা করতে পেরে তারাও গর্বিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।