Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে এক পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ৬:০২ পিএম

ময়মনসিংহে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার আলালপুরের ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাটিয়াপাড়ার ইউপি সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫) ও তাদের ছেলে শফিকুল ইসলাম (৪০)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার জন্য গাইবান্ধা থেকে ওই পরিবারটি প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিল। সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় প্রাইভেটকারটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। এ সময় ওই দম্পতির আরও দুই ছেলে-মেয়ে ও চালক আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ