Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

 তার দুর্দান্ত বোলিংয়েই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র টি-২০তে জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডেতেও বল হাতে জ্বলে উঠলেন তানজিম হাসান সাকিব। দারুণ এক ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে গেলেন পারভেজ হোসেন। ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করেছে টাইগার যুবারা।
তিন ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডেতে ইংল্যান্ড যুব দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুব দল। কক্সবাজারে মঙ্গলবার ইংলিশদের ২০৯ রানে থামিয়ে বাংলাদেশের যুবারা জিতেছে ২৬ বল বাকি রেখে।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের শুরুতেই জোড়া ধাক্কায় নাড়িয়ে দেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারেই ডানহাতি পেসার নেন দুই উইকেট। সাকিব পরে ফিরিয়ে দেন ১২ রান করা ইংলিশ অধিনায়ক জেমি স্মিথকেও। সঙ্গে অন্যরাও উইকেট শিকারে যোগ দিলে ১০৭ রানে ইংল্যান্ড হারায় ৬ উইকেট। সাতে নেমে দলকে উদ্ধার করেন লুইস গোল্ডসওয়ার্থি। সপ্তম উইকেটে লুক হলম্যানের সঙ্গে গড়েন ৭০ রানের জুটি। ৯৯ বলে ৬১ রানে রানআউট হন গোল্ডসওয়ার্থি। শেষ দিকে কেসি অলড্রিজের ২০ বলে ২১ রান দলকে দিয়ে যায় দুইশর ওপারে। হলম্যান অপরাজিত থাকেন ৩৫ রানে। রান তাড়ায় ওপেনার তানজিদ হাসানকে চতুর্থ ওভারেই হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ ও পারভেজের জুটি গড়ে দেয় জয়ের ভিত। দুজনে যোগ করেন ৮২ রান।
৫৬ বলে ৪৮ রান করে প্রান্তিক ফিরে গেলেও বাংলাদেশ পায় আরেকটি ভালো জুটি। তৃতীয় উইকেটে মাহমুদুল হাসানকে নিয়ে পারভেজ গড়েন ৮২ রানের জুটি। ৫ চার ও ৩ ছক্কায় ৮০ রান করে পারভেজ যখন ফেরেন, দল তখন জয়ের কাছে। ইনিংসটির জন্য ম্যাচ সেরাও হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২০৯/৭ (চার্লসওয়ার্থ ২৬, কক্স ১, স্মিড ০, স্মিথ ১২, ল্যামনবাই ১৭, হিল ৩০, গোল্ডসওয়ার্থি ৬১, হলম্যান ৩৫*, অলড্রিজ ২১*; সাকিব ৩/৪৭, মৃত্যুঞ্জয় ০/৪১, শামিম ০/৬, আশরাফুল ১/৪৪, রাকিবুল ২/৪১, রিশাদ ০/২৯)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৫.৪ ওভারে ২১০/৫ (তানজিদ ৯, প্রান্তিক ৪৮, পারভেজ ৮০, মাহমুদুল ৩৩, শামিম ১১, আকবর ১০*, মৃত্যুঞ্জয় ৮*; ল্যামনবাই ১/১৭, কাদরি ১/৩২, ফিঞ্চ ১/৪৯, হলম্যান ১/৫৫)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী। সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১-০তে এগিয়ে। ম্যাচসেরা: পারভেজ হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ