Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি নেতারা আসলে অর্ধশিক্ষিত : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের বীরভূমের রঘুনাথপুরে মামারবাড়ি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেখানেই একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তারপর একটি সরকারি সভা করেন। সেই সভা থেকে নিজের ভঙ্গিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। মমতা বলেন, ‘সৌজন্যের অভাব রয়েছে প্রধানমন্ত্রীর।’ এর আগে পূর্ব মেদিনীপুরের কাঁথির সভাতে গিয়ে বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, কালো টাকার মালিকরাই কোটি কোটি টাকা দিয়ে মমতা ব্যনার্জির ছবি কিনেছিলেন। তার জবাবে মমতা বলেন, তার ছবি নিয়ে অমিত শাহ’র মন্তব্যটি ‘অবমাননাকর’। এজন্য বিজেপির জাতীয় সভাপতিকে ক্ষমা চাইতে হবে।
শুধু তাই নয়, আরেকধাপ এগিয়ে মমতা গতকাল বুধবার বলেন, বিজেপি নেতারা আসলে অর্ধশিক্ষিত। তারা আমার আঁকা ছবি নিয়ে যে দাবি করেছেন, তা যদি প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব।
তিনি গেরুয়া শিবিরকে সতর্ক করে বলেন, বিজেপির যে সব নেতা ও কর্মীরা অবৈধ কাজকর্মে যুক্ত, সেই অবৈধ কাজগুলোর বিরুদ্ধে তিনি যখনতখন তদন্ত শুরু করে দিতে পারেন। মমতা আরো বলেন, কী ভেবেছে বিজেপি! কেবল তাদের কাছেই গোয়েন্দা সংস্থা আছে। মনে রাখবেন, আমাদের কাছেও কিন্তু একটা সিআইডি রয়েছে। আপনাদের মেয়াদের আর একমাস বাকি। তারপর কী হবে, গোটা দেশ বুঝতে পারছে। আমরা কিন্তু এখানে থাকছি। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ