প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্যতিক্রমী নাচ-গান ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসা বহুল আলোচিতা হিরো আলমকে সিনেমায় অভিনয়ের সুযোগ দিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। হিরো আলমকে তিনি তার পরবর্তী সিনেমায় সুযোগ দেবেন বলে জানিয়েছেন। অনন্ত জলিল বলেন, হিরো আলম বিভিন্ন মাধ্যমে আমার সিনেমায় অভিনয় করার জন্য যোগাযোগ করেছে। তার এসব যোগাযোগের কারণে আমি তাকে আশ্বাস দিয়েছি, সিনেমায় অভিনয়ে সুযোগ দেয়ার। আমার যে নতুন সিনেমা দীনÑদ্য ডে এতে তাকে সুযোগ দেয়ার অবকাশ নেই। আমি বলেছি, তাকে পরবর্তী সিনেমায় সুযোগ দেব। তবে তাকে কোনো নায়ক চরিত্রে নয়। কমেডি ধাঁচের চরিত্রে তাকে বেশি মানাবে। যেমন এক সময় অভিনেতা কাবিলা যে ধরনের চরিত্রে অভিনয় করতো, সে ধরনের চরিত্রে তাকে সুযোগ দেয়া যেতে পারে। আমি মনে করি, এ ধরনের চরিত্র তার জন্য উপযুক্ত। আমি যেহেতু তাকে সুযোগ দেয়ার কথা বলেছি, তাই তাকে সুযোগ দেব। এদিকে হিরো আলম বলেন, অনন্ত জলিল ভাই যেহেতু কথা দিয়েছেন, অবশ্যই তিনি কথা রাখবেন। তিনি আমাকে অভিনয়ের সুযোগ করে দেবেন। উল্লেখ্য, মিউজিক ভিডিওতে বিচিত্র নাচ-গান দিয়ে আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম। সর্বশেষ আলোচনায় আসেন একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে। তিনি বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।