Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিএনপিকে সংসদে আনতে নানামুখী চেষ্টা চলছে

সাংবাদিকদের কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিএনপিকে সংসদে আনতে নানামুখী চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপি একটি বড় দল। আমরা চাই তারা সংসদে আসুক। সংসদে এসে গঠনমূলক সমালোচনা করুক। ইতোমধ্যে ঐক্যফ্রন্টের দু’জন এসেছেন। বাকিরা যে আসবে না তা বলা যাবে না। দেখা যাক কতজন আসেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে জার্মানির রাষ্ট্রদূত পিটার থমাস ফারেন হোল্টাজের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশের নির্বাচনের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বানের পর আমরা তৃতীয় দেশ হিসেবে সরকারকে অভিনন্দন জানিয়েছেন। আশাকরি, ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। বাংলাদেশ ভালো করছে, ভবিষ্যতে আরো ভালো করবে।
কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এমন অনেক দল আছে যারা কম আসন পেয়েও সংসদকে সরব রাখছে। দল ছোট বা বড় বিষয় নয়। নানা প্রতিকূলতা থাকতেই পারে। দল যত ছোটই হোক সংসদে এসে তাদের গঠনমূলক আলোচনা করতে হবে। শুধু সংসদে কেন সংসদের বাইরেও তারা সমালোচনা করতে পারে। বিএনপি এখনো যদি আগুন সন্ত্রাস করে তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। প্রশাসন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। তারা যেভাবে জঙ্গি দমন করেছে তারা প্রশংসার দাবি রাখে। কোনোভাবেই সন্ত্রাসী কর্মকান্ড বা নৈরাজ্য মেনে নেওয়া হবে না।
বৈঠকের বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, আমরা দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য আমাদের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চত করতে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারেও এ দু’টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আমাদের বড় চ্যালেঞ্জ পুষ্টি জাতীয় নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দেওয়া। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আজ জার্মানির সঙ্গে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো কৃষিতে আধুনিক যন্ত্রাংশের ব্যবহার বাড়ানো। এ খাতে জার্মান সরকার আমাদের সহযোগিতা করবে। এছাড়া কৃষিখাতে অ্যাগ্রো প্রসেসিং, গবেষণা, প্রশিক্ষণসহ নানা খাতে সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। কৃষিমন্ত্রী বলেন, এবছর আমাদের এক কোটি ১৩ লাখ মেট্রিকটন আলু উৎপাদন হয়েছে। এর মধ্যে ৩০ লাখ মেট্রিকটন উদ্বৃত্ত থেকে যায়। তাই আলু প্রক্রিয়াজাত করে রপ্তানির দিকে যেতে হবে।
জার্মানির রাষ্ট্রদূত পিটার থমাস ফারেন হোল্টাজ বলেন, গত ১০ বছরে বাংলাদেশের কৃষিখাত অনেক উন্নত হয়েছে। এ সফল ধারা অব্যাহত রাখতে জার্মান সরকার সব ধরনের সহায়তার দেবে। বিশেষ করে কৃষিকে আধুনিকায়ন, এখাতে যন্ত্রের ব্যবহার বাড়ানো, দক্ষ প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, অ্যাগ্রো প্রসেসিং খাতকে আরো উন্নত করতে সহায়তা করা হবে।



 

Show all comments
  • Ahmed ৩০ জানুয়ারি, ২০১৯, ২:৫৯ এএম says : 0
    B n p jabena songsode
    Total Reply(0) Reply
  • Patwary ৩০ জানুয়ারি, ২০১৯, ২:৫৯ এএম says : 0
    Kono Dorkar nei.
    Total Reply(0) Reply
  • Abdul Motalab ৩০ জানুয়ারি, ২০১৯, ৩:০২ এএম says : 0
    বিএনপি যদি জনগণের কাছে আস্থা বাড়াতে চায় জনসমর্থন বাড়াতে চায় তাহলে ভারতের প্রতিটি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ