Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিনের রহস্য ভাঙ্গলেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ৮:৪৬ পিএম

সবাই জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৫ জানুয়ারি। দলের লাখো, লাখো কর্মী-সমর্থক থেকে শুরু করে রাজনীতিবিদ বা সাধারণ মানুষ সবাই এই দিনটিতে তাকে শুভেচ্ছা জানান। কিন্তু এতদিনে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, তার জন্মদিন নাকি ৫ জানুয়ারি নয়। সোমবার নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে নিজেই তার জন্মদিনের আসল রহস্য ব্যখা করলেন মমতা।
মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়ে নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জন্ম তারিখ ও জন্মদিনের শুভেচ্ছা নিয়ে কথা ওঠে। এবং বেশ মজার ছলেই তিনি নিজের প্রসঙ্গ উল্লেখ করেন সকলের সামনে। মুখ্যমন্ত্রী বলেন যে, ৫ জানুয়ারি তিনি প্রচুর মানুষের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পান প্রতি বছর। কিন্তু আসলে তার জন্ম দুর্গা পুজোর অষ্টমীর দিন। তারিখ বলতে না পারলেও, এ তথ্য তার মা তাকে বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
মমতা আরও জানান যে তার বড় ভাই, অজিত বন্দ্যোপাধ্যায় খাতা-কলমে তার থেকে ছ’মাসের ছোট। এর পিছনেও রয়েছে মজার ব্যাপার। মাইকের সামনে হাসতে হাসতে মুখ্যমন্ত্রী বলেন, স্কুলে ভর্তির সময় ফর্ম ভরতে গিয়েই ঘটে এই বিপত্তি। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে জানাশোনা থাকায়, মুখ্যমন্ত্রীর বাবা তাকে অনুরোধ করেন ‘একটা বয়স’ বসিয়ে দিতে। এবং সেই বয়স বসিয়ে দেওয়ার ফলে পরবর্তীকালে দেখা গিয়েছে যে বড়ভাইয়ের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ই বয়সে বড় হয়ে গিয়েছেন।
উল্লেখ্য, কয়েক বছর আগে পর্যন্ত শিশু জন্মের পর তা সরকারি ভাবে নথিভুক্ত করা হতো না। যে কারণে বেশ কয়েক প্রজন্মের সঠিক জন্ম তারিখ বা বার্থ সার্টিফিকেট নেই। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ