Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ৪:০৬ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার সকালে পৌর এলাকার টোরাগড় গ্রামের মিয়াাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আবুল কালাম মিয়াজী (৭০) একই বাড়ীর লোকতে আলী মিয়াজীর ছেলে।

নিহতের মেয়ের জামাই ফারুক হোসেন জানান, আমার শশুর আবুল কালাম মিয়াজীর বিল্ডিংয়ের কাজ চলমান । বিল্ডিংয়ের কাজ করার সময় একই বাড়ীর মোস্তফা মিয়াজীর জায়গায় বিল্ডিংয়ের কিছু বালু পড়ে। এতে তার ছেলে রাকিব মিয়াজী (২০) ক্ষিপ্ত হয়ে আমার শশুরের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে সে আমার শশুরের জামার কলারে ধরে মারধর শুরু করে। তার সাথে রাকিবের চাচা দুলাল’সহ কয়েকজন মিলিত হয়ে তাকে মারধর করে। আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করে। আমাদের চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে উদ্ধার করে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনার পর জানতে পারি আমার শশুর মারা গেছে।

আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মো. আজাদুল হক জানান, হাসপাতালে আনার আগেই আবুল কালাম মিয়াজী মৃত্যু হয়েছে।

নিহতের বড় মেয়ে সিমা বেগম সাংবাদিকদের জানান, তারা আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। নিহতের ছেলে জনতা ব্যাংক হাজীগঞ্জ শাখায় কর্মরত ফয়সাল আহমেদ সাংবাদিকের সাথে কথা বলার সময় বারে বারে মূর্ছা যাচ্ছিলেন।

ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার এসআই সুমন জানান, লাশের সুরতহাল তৈরী করা হচ্ছে। চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, আমি ও এএসপি সার্কেল (হাজীগঞ্জ) ঘটনাস্থলে আছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ