বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নবীগঞ্জ উপজেলা সংবাদদাতা : তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল (মঙ্গলবার) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে আমজদ উল্লা (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার কুলাঙ্গার পুত্র। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক পুত্র আসদ আলী ও তার মামা শ্বশুর ইসলাম উদ্দিনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কলেজ রোডের ভাড়াটিয়া বাসিন্দা মৃত ছোয়াব উল্লার ছেলে নিহত আমজদ উল্লার বড় ছেলে আসদ আলী ও তার সহোদর শাহেদ আলীর মধ্যে একটি টেবিল নিয়ে দু’সহোদরের মধ্যে বাকবিতÐার এক পর্যায়ে আসদ আলী ও তার মামা শ্বশুর ইসলাম উদ্দিন শাহেদ আলীকে বেধড়ক মারপিট করে। এ সময় তাকে বাচাতে জন্মদাতা পিতা আমজদ উল্লা এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করলে ঘাতক পুত্র আসদ আলী ও তার মামা শ্বশুর ইসলাম উদ্দিন মিলে লাটি দিয়ে বেধড়কভাবে আঘাত করতে থাকে আমজদ উল্লাকে। এক পর্যায়ে ওই জায়গাতেই আমজদ উল্লা মৃত্যুবরণ করেন। এ সময় ঘাতকরা মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঘাতক আসদ আলী ও ইসলাম উদ্দিনকে স্থানীয় জনতা আটক করে। পরে পুলিশ আসার পর ঘাতকদের পুলিশের কাছে সোপর্দ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।