Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে আম চুরির ঘটনায় কিশোরকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম চুরির ঘটনাকে কেন্দ্র করে রাসেল উদ্দিন (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল (শুক্রবার) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের বাক্কারের ছেলে হালিম (১৬) ও তার দলবল গ্রামের পশ্চিমে একটি আম বাগানে চুরি করে আম পাড়ার সময় একই গ্রামের মফিজুল হক মফুর ছেলে রাসেল দেখে ফেলে। এ সময় সে চিৎকার করে আম চুরির কথা প্রকাশ করতে চাইলে হালিম ও তার দলবল নিয়ে রাসেলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রাসেলকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাসেলের আত্মীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই জানান, আমচোর হালিমের বংশধর অত্যন্ত প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন যাবৎ আম চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে থাকলেও ভয়ে কেউ মুখ খুলতো না। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবগঞ্জে আম চুরির ঘটনায় কিশোরকে পিটিয়ে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ