Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যার পর মাটিতে পুঁতে ফেলা হলো স্কুলছাত্রের লাশ

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ২:০৯ পিএম
ফেনীতে মাটিতে পুঁতে রাখা এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আরাফাত হোসেন (১৩) নামে ওই ছাত্রকে হত্যার পর তার লাশ পুঁতে ফেলা হয় বলে ধারণা করছে পুলিশ। এজন্য সাব্বির হোসেন নামে এক বখাটেকে অভিযুক্ত করা হচ্ছে। সে পলাতক হলেও তার মা ও ভাইকে আটক করা হয়েছে।
 
সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পাঠানবাড়ী এলাকার জিবি টাওয়ারের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। রোববার (২৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ হয় আরাফাত। 
 
তার মামা এরশাদ হোসেন জানান, পাড়ার বখাটে সাব্বিরের সঙ্গে আরাফাতের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সাব্বির রোববার রাত সাড়ে ৯টার দিকে আরাফাতকে জেবি টাওয়ারের পাশের পরিত্যক্ত নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে সাব্বির সেখান থেকে বেরিয়ে আসার সময় এলাকাবাসী আরাফাতের বিষয়ে জানতে চাইলে সে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর থেকেই আরাফাত নিখোঁজ ছিল। 
 
অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে স্বজনরা ফেনী মডেল থানায় অভিযোগ করেন। সোমবার সকালে খোঁজাখুজির একপর্যায়ে ওই পরিত্যক্ত জায়গাটির এক কোণে মাটিতে পুঁতে রাখা একটি পা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর স্বজনরা তা শনাক্ত করেন।


 

Show all comments
  • jack ali ২৮ জানুয়ারি, ২০১৯, ৩:০৬ পিএম says : 0
    What is happening in Our Country???????????because we have Divorce Allah [SWT] from our life---We are worshiping ibless in every aspect in our life---
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ