বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শতভাগ প্রস্তুতি থাকা সত্তে¡ও সিটি, উপজেলা ও পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না। বর্তমান প্রধানমন্ত্রীর কথা ও কাজে মিল না থাকায় দল এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বার বার বলেছিলেন, আমার ওপর আস্থা রাখুন, আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব’ কিন্তু প্রধানমন্ত্রী ওয়াদা দিয়েও জাতির সাথে তামাশা ও ওয়াদার বরখেলাফ করেছেন। তিনি বলেন, ‘মুমিন একই গর্তে বার বার আছাড় খায় না’। গতকাল বিকেলে নগরীর গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদরাসা ময়দানে অনুষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ ইসহাক ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শেখ ফজলুল করীম মারূফ। সম্মেলনে জেলা ও মহানগর নেতৃবৃন্দ সহযোগিত সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।