Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিক-শ্রমিকের স্বার্থরক্ষায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই -পীর ছাহেব চরমোনাই

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও ইসলামী শ্রমিক আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই বলেছেন, মালিক-শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোন বিকল্প নেই। উপযুক্ত পারিশ্রমিকের অভাবে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। আবার অন্যদিকে তুচ্ছ কারণে কতিপয় উশৃঙ্খল নামধারী শ্রমিক কারখানা ভাঙচুরসহ জ্বালাও-পোড়াও শুরু করে। পীর ছাহেব চরমোনাই বলেন, সকল অনিয়ম, বিশৃঙ্খল ও অনগ্রসরতার পেছনের কারণ একটাই আর তা হল- ইসলামী শ্রমনীতি না থাকা। শ্রমিকগণই হল সভ্যতা ও উন্নয়নের কারিগর। শ্রমিকদের হাঁড়ভাঙ্গা খাটুনি ও ঘাম জড়ানো কষ্টের বিনিময়ে মালিকরা লাভবান হন। শ্রমিকদের শ্রম না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হতো অথচ শ্রমিকদের সবসময় অবহেলা করা হয়। মালিকরা শ্রমিকদের ন্যায্য মজুরী সময়মতো পরিশোধ করলে শ্রমিকরা মালিকের প্রতিষ্ঠানকে নিজের মত করে ভালবাসবে। গতকাল শুক্রবার সকালে গুলিস্থানের কাজী বশির মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে পীর ছাহেব চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও ইসলামী শ্রমিক আন্দোলনের উপদেষ্টা মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, হারুন-অর-রশিদ, গোলাম মোস্তফা, খলিলুর রহমান, নগর সভাপতি ফখরুল ইসলাম ও সেক্রেটারী সৈয়দ ওমর ফারুক।
ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আশরাফ আলী আকন তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ইসলামী শ্রমনীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্যেই নিহিত রয়েছে শ্রমজীবী মানুষের মুক্তির গ্যারান্টি। এ লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন সারাদেশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাউন্সিল শেষে প্রধান অতিথি বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২০১৬-২০১৮ সেশনের জন্য সভাপতি হিসেবে- আশরাফ আলী আকন, সিনিয়ির সহ-সভাপতি- আলহাজ আবদুর রহমান ও সাধারণ সম্পাদক- খলিলুর রহমান এর নাম ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালিক-শ্রমিকের স্বার্থরক্ষায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই -পীর ছাহেব চরমোনাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ